এক নজরে রেইনবো মডেল স্কুল এন্ড কলেজ ঢাকা (Raibow Model School & College Dhaka) দেশের অন্যতম প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান।শিক্ষা মানুষের জন্মগত মৌলিক অধিকার যা প্রতিটি দেশ ও জাতির আর্থ-সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নের প্রধান হাতিয়ার। জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জনশক্তিকে শিক্ষার আলােতে উদ্ভাসিত করে জনসম্পদে রূপান্তরের মাধ্যমেই জাতির কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। আধুনিক উচ্চমান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা পূরণকল্পে রেইনবো মডেল স্কুল এন্ড কলেজ বিশাল সবুজ শ্যামল চত্বরে ৩১ জানুয়ারি, ১৯৯৮ সালে জ্ঞান বৃক্ষের যে চারা রােপিত হয়েছিল কালক্রমে তা মহীরূহে পরিণত হয়েছে। এ প্রতিষ্ঠানে ১৯৯৮ সালে প্লে-গ্রুপ হইতে দশম শ্রণি পর্যন্ত, এবং ২০১৬ সালে একাদশ শ্রেণিতে পাঠদান চালু করা হয়েছে যা ভবিষ্যতে গুণে ও মানে আরাে সমৃদ্ধ হবে এ আমাদের লালিত স্বপ্ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড ঢাকা কর্তৃক প্রণীত নীতিমালা পালন ও মান্যকারী এ প্রতিষ্ঠানটি হেল্প ফাউন্ডেশন কর্তৃক পরিকল্পিত ও নিয়ন্ত্রিত। এ প্রতিষ্ঠানকে সুন্দরভাবে গড়ে তােলা এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রয়েছে দক্ষ ও নিবেদিতপ্রাণ পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দ ও যুগােপযােগী নীতিমালা। বর্তমান শ্রেণিকক্ষের স্বল্পতা দূরীকরণ তথা অত্যাধুনিক মানের অবকাঠামােগত সুবিধা প্রদানের নিমিত্তে ৩ তলা বিশিষ্ট সুপরিসর ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে । অদূর ভবিষ্যতে উন্নত একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রম, সুশৃঙ্খল পরিবেশ। এবং অত্যাধুনিক ভৌত অবকাঠামাে ব্যবহারের মাধ্যমে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠে পরিণত হবে এ প্রতিষ্ঠান সে লক্ষ্যে নিরন্তর শ্রম, মেধা আর মননের সর্বোচ্চ ব্যবহার করে আসছেন সংশ্লিষ্ট সকলে। আধুনিক সুযােগ-সুবিধা সম্বলিত ক্লাসরুম, বিশাল ক্রীড়া কমপ্লেক্স,মনােরম পরিবেশে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও মননের যথাযথ বিকাশের লক্ষ্যে শিক্ষাসূচিতে পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষাক্রমের পাশাপাশি নিয়মিত প্রাতঃসমাবেশ করানাে হয়। শিক্ষার্থীদের নৈতিকতার মান বৃদ্ধিকল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সে সাথে শৃঙ্খলার উপর সর্বোচ্চ গুরুত্ব আরােপ করা হয়। অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেমন: খেলাধুলা, বই পড়া, সাধারণ জ্ঞান, বিতর্ক প্রতিযােগিতা, ভাষা শিক্ষা, ছবি আঁকা ইত্যাদির নিয়মিত আয়ােজন এবং প্রতিযােগিতার ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানের নিয়মাবলি প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকের জানা এবং পালন করা অত্যাবশ্যক। অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা প্রচলিত নিয়ম কানুন সমূহ সম্পর্কে অবহিত হয়ে তা অনুসরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে সক্রিয় অবদান রাখবে বলে আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি। প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য: এ প্রতিষ্ঠান একটি অলাভজনক, অরাজনৈতিক, ব্যবসায়িক অভিপ্রায়মুক্ত “হেল্প ফাউন্ডেশন” এর অর্থায়নে পরিচালিত যার লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরূপ: শিক্ষার্থীদের জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে উন্নতমানের শিক্ষার প্রচার ও প্রসার । সুশিক্ষিত, সুশৃঙ্খল , স্বাবলম্বী ও বিশ্বমানের নাগরিক গড়ে তােলা। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। মানবিক গুণাবলির উৎকর্ষ সাধন, মূল্যবােধ সৃষ্টি, ভবিষ্যতে নেতৃত্বদানে সক্ষমতা সৃষ্টি করা। ধর্মীয় মূল্যবােধ ও সততা চর্চার সংস্কৃতি গড়ে তােলা। Read More ...
স্কুল অফিস: টেলিফোন: ০২-৭০০০০০০, মোবাইলঃ +৮৮০১৬৭৬৮০৯২২৪, ইমেইল: rainbowschool60@gmail.com
প্রতিষ্ঠাতা ও পরিচালক: এইচ এম আক্তার হোসেন, টেলিফোন: ০২-৭০০০০০০, মোবাইলঃ +৮৮০১৬৭৬৮০৯২২৪, ইমেইল: rainbowschool60@gmail.com
ক/২৮, শহীদ হারেজ সড়ক, জগন্নাথপুর, ভাটারা-১২২৯, ঢাকা, বাংলাদেশ ।