ভর্তির নিয়মাবলি

প্লেগ্রুপ ও নার্সারিঃ

  • প্লেগ্রুপ ও নার্সারিতে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীর পিতা ও মাতা উভয়ের সাক্ষাতকার পরীক্ষা গ্রহন করা হবে।
  • শারীরিক সুস্থতা ও বয়স নির্ধারনের নিমিত্তে প্রয়োজনে ডাক্তারী পরীক্ষা গ্রহন করা হবে।

প্রথম শ্রেণিঃ

  • প্রথম শ্রেণিতে সরকারের বিধিমোতাবেক লটারীর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

২য় শ্রেণি হতে ৫ম শ্রেণিতে ভর্তিঃ

  • আবেদনকারী শিক্ষার্থীদের পূর্ববর্তী শ্রেণির সিলেবাস হতে বাংলা (১০), ইংরেজি (১০), গণিত (১৫), বিজ্ঞান (১০) ও সাধারণ জ্ঞান (০৫) বিষয়ে মোট ৫০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহন করা হবে যার নির্ধারিত সময় মোট ০১ (এক) ঘন্টা।
  • শারীরিক ও মানষিক সুস্থতা এবং বয়স নির্ধারনের নিমিত্তে প্রয়োজনে ডাক্তারী পরীক্ষা গ্রহন করা হবে।
  • মোখিক পরীক্ষা গ্রহন শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

     (বিঃদ্রঃ প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকারী নির্দেশনা  যথাযথভাবে অনুসরণ করা হবে)

 

ষষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণিতে ভর্তিঃ

  • আবেদনকারী শিক্ষার্থীদের পূর্ববর্তী শ্রেণির সিলেবাস হতে বাংলা (১৫), ইংরেজি (৩০), গণিত (৩০), বিজ্ঞান (১০) ও সাধারণ জ্ঞান (১৫) বিষয়ে মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহন করা হবে যার নির্ধারিত সময় মোট ০২ (দুই) ঘন্টা।
  • শারীরিক ও মানষিক সুস্থতা এবং বয়স নির্ধারনের নিমিত্তে প্রয়োজনে ডাক্তারী পরীক্ষা গ্রহন করা হবে।

     (বিঃদ্রঃ মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকারী নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হবে)

 

উচ্চ মাধ্যমিক শাখাঃ

  • একাদশ শ্রেণির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত নূন্যতম জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে Online এ EIIN NO- 108542 ১ নং পছন্দ হিসাবে আবেদন করতে হবে।
  • প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট সংখ্যক আসনের বিপরীতে বোর্ড কর্তৃক প্রদত্ত মেধাক্রমের ভিত্তিতে সরকারি নীতিমালা অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করা হয়।

      (বিঃদ্রঃ উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকারী নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হবে)

 

ভর্তি বাতিল ও ছাড়পত্র গ্রহনঃ

  • অবিভাবকদের লিখিত আবেদন প্রাপ্তির পর বকেয়া পরিশোধ সাপেক্ষে প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা বোর্ডের নীতিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি বাতিল করে ছাড়পত্র প্রদান করা যেতে পারে।
  • ভর্তি হওয়ার পর শিক্ষাবোর্ডের অনুমতি ছাড়া ভর্তি বাতিল করা যাবে না।
  • ভর্তির সময় ৩য় ও ৪র্থ বিষয় হিসেবে নির্বাচিত বিষয় পরবর্তীকালে পরিবর্তন করা যাবে না।
  • যদি পরিবর্তন করা হয়, সে জন্য রেজিষ্ট্রেশন বা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণে কোন জটিলতা হলে নিজ দায়িত্বে তা নিরসন করে নিতে হবে। এ বিষয়ে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।