Fee Payment Procedure

রেজিষ্ট্রেশন, মাসিক বেতন, পরীক্ষার ফি অন্যান্য ফি ও দ্রব্যাদি ক্রয় প্রক্রিয়া

  • মাসিক বেতন প্রতি চলতি মাসের ২০ তারিখের মধ্যে ব্যাংকের মাধ্যমে পরিশােধ করতে হয় ।
  • নির্ধারিত তারিখের মধ্যে চলতি মাসের বেতন পরিশােধে ব্যর্থ হলে ঐ মাসের মধ্যে ৫০ (পঞ্চাশ) টাকা এবং পরবর্তী প্রতি মাসের জন্য ১০০ (একশত) টাকা হারে জরিমানা প্রদান করতে হবে। 
  • পর পর তিন মাস মাসিক বেতন পরিশােধ না করলে ভর্তি বাতিল বলে গণ্য করা হয়। সেক্ষেত্রে ভর্তি ফি পুনরায় প্রদান সাপেক্ষে পুনঃভর্তি হতে হয়।
  • রেজিস্ট্রেশন, ফরম-ফিলাপ ও অন্যান্য ফি যথাসময়ে প্রদান করতে হয়।
  • বিভিন্ন পরীক্ষার পূর্বে পরীক্ষার ফি সহ সকল বকেয়া বেতন পরিশােধ করে পরীক্ষার প্রবেশপত্র/পাসওয়ার্ড সংগ্রহ করতে হয়।
  • বিভিন্ন প্রাতিষ্ঠানিক দ্রব্যাদি যেমন: ডায়েরি , ব্যাজ, আই.ডি.কার্ড, মনােগ্রাম, প্রসপেক্টাস্, সিলেবাস,সুভেনির প্রকাশনা খাতা, বই ইত্যাদি নির্ধারিত মূল্যে ক্রয় করতে হয়।