Result Procedure

পরীক্ষা পদ্ধতি, মূল্যায়ন ও ফলাফল নির্ধারণঃ

শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত নির্দেশনা এবং প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী পরীক্ষা গ্রহণ, মুল্যায়ন ও ফলাফল নির্ধারণ করা হয়।

প্রমোশন পদ্ধতিঃ

শিক্ষার্থীর পরবর্তী শ্রেণিতে উন্নীতকরণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী প্রযােজ্য হবে:

  • প্রতি শিক্ষাবর্ষে অনুষ্ঠিত পরীক্ষা ও ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। কোনাে শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকলে তার ফলাফল স্থগিত থাকবে।
  • প্রতি শিক্ষাবর্ষে প্রতি বিষয়ে পৃথকভাবে ক্লাসে উপস্থিতির হার ১০০% থাকতে হবে।
  • কোনাে শিক্ষার্থী জরুরি কারণে অনুপস্থিত থাকতে বাধ্য হলে তা দ্রুততম সময়ে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • অনতি বিলম্বে লিখিত আবেদনের মাধ্যমে অনুমােদন গ্রহণের মাধ্যমে অনুপস্থিতি নিয়মিতকরণ করতে হবে। অন্যথায় নির্ধারিত হারে জরিমানা প্রদান করতে হবে।
  • বার্ষিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে কিংবা উত্তীর্ণ না হলে পুনরায় একই শ্রেণিতে ভর্তি হতে হবে।

বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের পূর্ব শর্ত :

নিম্নে বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে শিক্ষার্থীগণ বাের্ড পরীক্ষায় অংশগ্রহণের যােগ্য বলে বিবেচিত হবে:

  • সংশ্লিষ্ট শ্রেণির জন্য প্রযােজ্য প্রাক নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ করে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং প্রস্তুতিমূলক পরীক্ষাসমূহে অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে।
  • নির্বাচনি পরীক্ষায় অনুপস্থিত থাকলে কিংবা বাের্ডের নিয়ম অনুযায়ী অকৃতকার্য হলে পিইসি,। জেএসসি, এসএসসি, এইচএসসি বাের্ড পরীক্ষায় ফরম পূরণের জন্য অযােগ্য বলে বিবেচিত হবে।
  • উপরিউক্ত ক্ষেত্রে পরবর্তী বছর নিয়মিত ক্লাস করে নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাের্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • বাের্ড পরীক্ষায় কোন শিক্ষার্থী অকৃতকার্য হলে প্রতিষ্ঠান থেকে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে মাত্র একবার পরীক্ষা দেওয়ার সুযােগ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে প্রাক নির্বাচনি এবং নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হতে হবে।