অভিভাবকদের জ্ঞাতব্য এবং প্রতিপালনীয় বিষয়াদি
- শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক সকল প্রকার আইন-শৃঙ্খলা, নিয়মনীতি যথাযথভাবে মেনে চলতে উদ্বুদ্ধ করবেন। মনে রাখবেন, এ প্রতিষ্ঠানে শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের ক্ষেত্রে “জিরাে টলারেন্স নীতি” অনুসরণ করা হয়।
- প্রতিনিয়ত শিক্ষার্থীর লেখাপড়ার প্রতি লক্ষ রাখবেন যাতে তারা পড়ালেখায় উৎসাহী ও মনােযােগী হয় এবং কাজিফত ফলাফল অর্জনে সমর্থ হয়।
- প্রতিদিনের ক্লাস পাঠদান ডায়েরিতে লিপিবদ্ধকরণ এবং দৈনন্দিন ডায়েরি পর্যবেক্ষণ করে নির্ধারিত। স্থানে স্বাক্ষর ও তারিখ লিপিবদ্ধ করবেন।
- ছাত্রদের চুল ছােট রাখা, পােশাক-পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখা, যথাসময়ে পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিয়মিত । পড়ালেখা করা, খেলাধুলায় অংশগ্রহণ, যথাসময়ে ঘুমানাে, প্রতিষ্ঠানে আসা যাওয়ার প্রতি লক্ষ রাখুন।
- বিভিন্ন পরীক্ষার সময়সূচী শিক্ষাবর্ষের শুরুতে সরবরাহ করা হয় এবং কারিকুলাম অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হয়।
- ফোন, ই-মেইল ও সরাসরি সাক্ষাতকারের মাধ্যমে শ্রেণি শিক্ষক, বিষয় শিক্ষক এবং সংশ্লিষ্ট । কো-অর্ডিনেটরের সাথে নিয়মিত যােগাযােগ রাখবেন।
- বিভিন্ন সময়ে আয়ােজিত অভিভাবক-শিক্ষক সভায় অভিভাবকের অংশগ্রহণ করা অত্যাবশ্যক।
- শিক্ষার্থী কর্তৃক মােবাইল ফোন, ইলেক্ট্রনিক ডিভাইস ও কম্পিউটার ব্যবহার বিষয়ে সতর্ক থাকুন।
- তাদের আদর করা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সন্তানকে সু-শৃঙ্খল হতে উপদেশ প্রদান করুন এবং প্রয়ােজনে কঠোরতা অবলম্বন করবেন।
- শিক্ষার্থীদের সুষম পুষ্টিকর খাদ্য গ্রহণ, খেলাধুলায় অংশগ্রহণ ,রুটিন মাফিক পড়াশুনা , নির্দিষ্ট সময়ে ঘুম ও সুশৃঙ্খল জীবন যাপনে অনুপ্রাণিত করুন।
- বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ মাহফিল/দোয়া অনুষ্ঠান, বনভােজন এবং ক্রীড়া প্রতিযােগিতাসহ অন্যান্য অনুষ্ঠানে আমন্ত্রণ সাপেলে আংগ্রহণ করুন।
- কোন শিক্ষার্থী পূর্বানুমতি ছাড়াকোন কারণে অনুপস্থিত থাকলে অভিভাবকের স্বাক্ষর সম্বলিত আবেদন শ্রেণি শিক্ষককে অবিলম্বে প্রদান করতে হবে। অনুমােদিত অনুপস্থিতির ক্ষেত্রে নির্দিষ্ট হারে জরিমানা প্রদান করতে হবে।
- শিক্ষার্থীর ফাইলে উল্লিখিত অভিভাবকের ঠিকানা ও ফোন নম্বর কোন কারণে পরিবর্তন হলে তা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করবেন।
- কোন শিক্ষার্থী ক্লাস থেকে বাসায় ফিরতে বিলম্ব করলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং প্রয়ােজনে সাহায্য গ্রহণ করবেন।
- শিক্ষার্থী বাসায় নিয়মিত অধ্যয়ন না করলে অথবা ব্যক্তিগত ও আচরণগত কোন সমস্যা থাকলে দ্রুততম সময়ে তা সংশােধন করা অত্যাবশ্যক। এ ক্ষেত্রে প্রয়ােজনে কর্তৃপক্ষের সহায়তা নিন।
- শিক্ষার্থীর কোন অনাকাঙ্ক্ষিত কাজ গােপন না রেখে তা দ্রুত সংশােধনের ব্যবস্থা নিন। অন্যথায় সন্তানের ভবিষ্যৎ নষ্ট হতে পারে ।
- আপনার সন্তানের বন্ধু-বান্ধবদের খোঁজখবর নিবেন এবং অসৎ সঙ্গ ত্যাগ করে সৎ সঙ্গে চলতে বাধ্য করবেন। শিক্ষার্থী যাতে ধূমপানে বা মাদকে আসক্ত হতে না পারে সে ব্যাপারে সজাগ থাকুন।
- নির্ধারিত রশিদ ছাড়া কোনাে প্রকার ফি প্রদান করবেন না।ফি সম্পর্কিত যে কোন বিষয় কর্তৃপক্ষের সাথে যােগাযােগ করে জেনে নেবেন।
- যাতায়াত ও টিফিন খরচ বাবদ প্রয়ােজনীয় অর্থ হিসাব করে প্রদান করুন এবং যে কোন প্রকার বিলাসিতা ও অপচয় পরিহার করতে অনুপ্রাণিত করুন।
- সন্তানকে মিতব্যয়ী ও সঞ্চয়ী হতে অনুপ্রাণিত করুন কারণ প্রয়ােজনের অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদেরকে বিপথগামী করে ।