Club Activities

সহশিক্ষা ও ক্লাব কার্যক্রম

তৃতীয় শ্রেণি হতে দ্বাদশ শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে তিনটি নিম্নোক্ত ক্লাবের সদস্য হতে হবে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে:

সাহিত্য ও সংস্কৃতি

বিতর্ক, নির্ধারিত বক্তৃতা, স্পােকেন ইংলিশ, উপস্থিত বক্তৃতা, গল্প বলা, কবিতা আবৃত্তি । 

বিজ্ঞান: 

সাধারণ জ্ঞান, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, গণিত, কম্পিউটার বিজ্ঞান মেলা

ধর্ম:

কেরাত, আযান, হামদ ও নাত, গজল।

শিল্পকলা: 

চিত্রাংকন, নৃত্য, হস্তশিল্প , অভিনয়, মূকাভিনয়, কৌতুক

প্রত্যেক শিক্ষার্থীর জন্য উপরিউক্ত ক্লাবগুলাের মধ্যে ন্যূনতম তিনটি ক্লাবের সদস্য হওয়া বাধ্যতামূলক।