Message of the Principal

ভবিষ্যৎ প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত, বিজ্ঞানমনস্ক, দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তােলার লক্ষ্যে শিক্ষা, শৃঙ্খলা, মানবতা” এই মূল মন্ত্রকে ধারণ করে ১৯৯৮ সাল থেকে যাত্রা শুরু করে এ প্রতিষ্ঠান। জ্ঞানের আলাের দীপশিখা জ্বেলে সূচনালগ্ন থেকেই লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও সহশিক্ষা কার্যক্রমের উপর আমরা সর্বাধিক গুরুত্ব আরােপ করে আসছি। দক্ষ ও দূরদৃষ্টি সম্পন্ন পরিচালনা পর্ষদ, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলে বিভিন্ন পাবলিক পরীক্ষাতে ভালাে ফলাফল করে সুনাম অর্জন করে চলেছে এ বিদ্যাপীঠ। শুধু একাডেমিক সাফল্যই নয়, জাতীয় পর্যায়ে বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমেও আমাদের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।

এ প্রতিষ্ঠান দেশের অন্যতম সেরা ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এ আমাদের। লালিত স্বপ্ন আর সে লক্ষ্যে প্রণীত পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা মনে করি যে, শিখন-শেখানাে প্রক্রিয়া তখনই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারে যখন শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক একযােগে কাজ করেন। শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে গুণগত শিক্ষা গ্রহণ করে পরিণত হবে। প্রতিযােগিতামূলক আধুনিক বিশ্বের উপযােগী মানব সম্পদে। তারা লাল-সবুজ পতাকার সম্মান, সুনাম ও সু-খ্যাতি উত্তরােত্তর বৃদ্ধি করবে এবং একজন শিক্ষিত ও আদর্শ আলােকিত মানুষ হিসেবে বিশ্বসভায়। উন্নত শিরে অবস্থান করবে এ আমাদের প্রত্যাশা।

মহান আল্লাহ আমাদের সহায় হােন।

এইচ এম আক্তার হােসেন
প্রতিষ্ঠাতা পরিচালক