Instruction to the Student

শিক্ষার্থীদের জ্ঞাতব্য এবং প্রতিপালনীয় বিষয়াদি

  • এ প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে রাজনীতি, মাদক ও ধূমপান মুক্ত।প্রতিষ্ঠানে যে কোন রূপ রাষ্ট্র, সমাজ,নৈতিকতা বিরােধী কাজে অংশগ্রহণ ও অননুমােদিত, অশালীন আচরণ প্রদর্শনের ক্ষেত্রে “জিরাে টলারেন্স" নীতি পালন করা হয়।
  • শিক্ষার্থীদের সময়নিষ্ঠ হতে হবে এবং প্রাতঃসমাবেশ ক্লাস শুরু হওয়ার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট পূর্বে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।
  • ক্লাসে যথাসময়ে উপস্থিতি ও নীরবতা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষা করা একান্তভাবে কাম্য।
  • প্রতিদিন প্রয়ােজনীয় শিক্ষাপােকরণ যেমন- ব্যাগ, পাঠ্যবই, খাতা, ডায়েরি , স্কেল , ক্যালকুলেটর ও অন্যান্য প্রয়ােজনীয় দ্রব্যাদি নিয়ে আসতে হবে।
  • অন্য কোন জিনিস যেমন মােবাইল ফোন, পেনড্রাইভ, সিডি, অননুমােদিত বই, শিক্ষা কার্যক্রম। বহির্ভূত অন্য কোন যন্ত্রপাতি ইত্যাদি আনা, বহন করা কিংবা বিতরণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
  • শিক্ষকদের সকল পরামর্শ, আদেশ ও নিষেধ মেনে চলতে হবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিবাবকগণ মেনে নিতে বাধ্য থাকবেন।
  • ক্লাস ছুটি  হওয়ার পূর্বে কোন শিক্ষার্থী বিনা অনুমতিতে ক্যাম্পাস ত্যাগ করতে পারবে না ।
  • বিনা অনুমতিতে অনুপস্থিতির কারণে প্রতিদিনের জন্য নির্ধারিত হারে জরিমানা প্রদান করতে হবে।
  • সর্বাবস্থায় প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নম্র, ভদ্র, শালীন ও আদর্শ ছাত্র সুলভ আচরণ প্রত্যাশিত। সকলের ধর্মীয়, সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবােধের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
  • কনিষ্ঠ, জ্যেষ্ঠ শিক্ষার্থীরা পরস্পরকে ভাই-বােন হিসেবে বিবেচনা করে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে ভদ্র ও শালীন আচরণ করবে।
  • প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা ও সকল পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
  • শিক্ষার্থীকে নিয়মিত শ্রেণি পরীক্ষা, মূল্যায়ন পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে।
  • প্রতিদিনের পাঠ নিয়মিত শিখে আসা অত্যাবশ্যক। ক্লাসে অনুপস্থিত থাকলে কিংবা পড়া শিখে না আসলে নির্ধারিত বিশেষ ক্লাস করা বাধ্যতামূলক।
  • অভ্যন্তরীণ ও বাের্ডের সকল পরীক্ষার সময় অসুস্থ থাকলে সিক বেডে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • শিক্ষার্থীদের মিতব্যয়ী ও সঞ্চয়ী হতে হবে এবং বিলাসিতা পরিহার করতে হবে। ক্লাস বিরতির সময় বাড়ি থেকে আনা অথবা ক্যান্টিন থেকে খাবার ক্রয় করা যাবে, কিন্তু ক্যাম্পাসের বাইরে যাওয়া যাবে ।
  • বিভিন্ন জাতীয় ও প্রাতিষ্ঠানিক গুরুত্বপূর্ণ দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
  • প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ পবিত্র আমানতরূপে গণ্য করতে হবে এবং এগুলাে সুষ্ঠ রক্ষণাবেক্ষণে সার্বিক সহযােগিতা কাম্য। ক্লাস রুমের দেয়াল, মেঝে, বেঞ্চ, টেবিল ইত্যাদি কোন ভাবে যেন অপিরচ্ছন্ন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা বাঞ্চনীয়। প্রতিষ্ঠানের সরঞ্জামাদি নষ্ট করা এবং অপব্যবহার হতে বিরত থাকতে হবে।
  • বারান্দায়, আঙ্গিনায়, রাস্তায় বা প্রবেশ পথে অযথা জটলা করে পরিবেশ নষ্ট করা শৃঙ্খলা বিধি বহির্ভূত কাজ বলে গণ্য হবে।
  • প্রতিষ্ঠানে অথবা রাস্তায় কাউকে উত্যক্ত করা, হয়রানি করা বা কারাে সাথে ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়া কিংবা শৃঙ্খলা পরিপন্থি কোন কার্যকলাপ পরিলক্ষিত হলে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল বলে গণ্য করা হতে পারে।
  • শিক্ষাঙ্গনে প্রবেশের পর জরুরি অবস্থা, জটিল সমস্যা ও অসুস্থতা ছাড়া ছুটি প্রদান করা হবে না।
  • ডায়েরি, পরীক্ষার খাতা, পরিচয়পত্র ইত্যাদির স্বাক্ষর নকল করা, কোন রকম লেখা মুছে ফেলা, ঘষামাজা করা বা ছিড়ে ফেলা পাখিযােগ্য অপরাধ বলে বিবেচিত হবে।
  • শিক্ষার্থীদেরকে অবশ্যই শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ প্রদর্শন করতে হবে।
  • বইয়ের দোকান ও ক্যান্টিন থেকে কোন কিছু ক্রয় করতে হলে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।
  • প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোন প্রকার অপ্রত্যাশিত ঘটনা যেমন- অসদাচরণ, বিশৃঙ্খলা ও অনিয়ম পরিলক্ষিত হলে শ্রেণিশিক্ষক/গাইড শিক্ষক/কর্তৃপক্ষকে অবহিত করবে। এ ব্যাপারে নিজ হতে কোন পদক্ষেপ নেয়া হতে বিরত থাকবে।
  • পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী, অসদাচারী ও গুরুতর শৃঙ্খলা ভঙ্গকারী শিক্ষার্থীদের প্রতিষ্ঠান হতে বাধ্যতামূলক ছাড়পত্র প্রদান করা হবে।
  • ক্লাস চলাকালীন সময়ে জরুরি কারণে অভিভাবক ছাড়া অন্য কেউ শিক্ষার্থীর সাথে সাক্ষাৎ করতে পারবে না ।
  • কোন শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে ক্লাসের বাইরে থাকতে পারবে না। ক্লাস না থাকলে সেসময় শ্রেণি কক্ষে লাইব্রেরিতে অবস্থান করতে হবে।
  • সর্বোপরি, প্রতিষ্ঠানের সকল বিধি-বিধান যথাযথভাবে মেনে চলতে হবে।

ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীদের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহন:

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অনুপস্থিতি, বিলম্বে আগমণ প্রচলিত প্রাতিষ্ঠানিক নিয়ম শৃঙ্খলার পরিপন্থি। অনুপস্থিত শিক্ষার্থীগণ পাঠ গ্রহণে ব্যর্থ হয় বিধায় পরীক্ষার ফলাফল আশানুরূপ হয় না। তদুপরি শিক্ষকের শ্রেণিকক্ষে পাঠদান বিঘ্নিত হয় যা কখনাে কাম্য বা গ্রহণযােগ্য নয়। অত্র প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি বাধ্যতামূলক ও অত্যাবশ্যক। অপ্রয়ােজনীয়/সামান্য কারণে যাতে শিক্ষার্থীরা অনুপস্থিত না থাকে সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ সজাগ ও সচেতন থাকবেন। ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীর ক্ষেত্রে নিম্ন বর্ণিত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিশেষ কারণে ছুটির প্রয়ােজন হলে ছুটি শুরু হওয়ার পূর্বেই লিখিতভাবে অভিভাবকের সুপারিশসহ আবেদনপত্র দাখিল করতে হবে।
  • জরুরি ক্ষেত্রে ছুটির পরে ফিরে এসে প্রথম দিনেই লিখিতভাবে অভিভাবকের সুপারিশসহ আবেদনপত্র জমা দিতে হবে।
  • বিনা অনুমতিতে অনুপস্থিতির ক্ষেত্রে ( ছুটি ভােগের আগে/পরে অভিভাবকের সুপারিশসহ আবেদনপত্র প্রদানে ব্যর্থ হলে) ৩য় হতে ৭ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর ক্ষেত্রে দিন প্রতি ১০০ (একশত) টাকা হারে এবং ৮ম হতে ১২শ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর ক্ষেত্রে দিন প্রতি ২০০ (দুইশত) টাকা হারে । জরিমানা প্রদান করতে হবে।
  • বিশেষ দিবস সমূহে (যেমন: ভাষা দিবস, স্বাধীনতা দিবস, শােক দিবস, বিজয় দিবস, বার্ষিক ক্রীড়া । প্রতিযােগিতা ইত্যাদি) অনুপস্থিতির ক্ষেত্রে দিন প্রতি ৩০০ (তিনশত) টাকা হারে জরিমানা প্রদান করতে হবে।
  • বিনা অনুমতিতে অনুপস্থিতি, শৃঙ্খলা ভঙ্গের বিষয় রিপাের্ট কার্ডে লিপিবদ্ধ করা হবে এবং নম্বর কর্তন করা হবে।
  • জরিমানা হিসেবে আদায়কৃত অর্থ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে।
  • শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হবে।